তুমি নাও চন্দন বাতাস একা
ভালোলাগা নামের ঘাসফুল,
নেবে কি নেবে না, দেবে কি দেবে না
তোমাকে চেয়ে করেছে কি মন ভুল।
মেয়ে গো, মেয়ে গো, মেয়ে গো।
হৃদয় বাসা, হৃদয় আশা,
চোখেরই না বলা ভাষা
আশা জানে, ভাষা জানে,
বেঁচে থাকার মানে গো।।
দিন চলে যায়, রাত চলে যায়,
আশায় আশায় তোমারো
মেয়ে গো, মেয়ে গো।
মনটা এখন চারণ কবি,
আঁকে তুমি তোমার ছবি
আঁকাঝোকা, কাঁটা-ছেঁড়া,
তোমার মুখের দাগ থাকে গো।।
কন্ঠ ও সুরঃ ফারুক মাহফুজ আনাম জেমস
কথাঃ প্রিন্স মাহমুদ