অভিমান নিয়ে

এ জীবনে কি চেয়েছি
কি পেয়েছি, কি পাইনি খুঁজে
না বলে মন অপ্রকাশিত রাখে,
প্রশ্ন নয় কেমন আছি
যে ভাবে হোক বেঁচে তো আছি
স্মৃতি এখন বেদনার ছবি আঁকে।

অভিমান নিয়ে দিন কেটে যায়
অভিমান কেন অকারণেই,
এই অভিমান কারো ওপরে নয়
নিজের সাথেই।

কখন কোন তারা ঝরে গেলো
মানুষ কি তার খবর রাখে,
কোথাও কেউ নেই দুঃসময়ে
নিজেকে নিয়ে সবাই থাকে।

যে বলে অভিমান কাছে টানে
আমি বলি সে মিথ্যে বলে,
হয়তো থাকবো না আমি যেদিন
কেউ কি কাঁদবে চোখের জলে।

কন্ঠ: আইয়ুব বাচ্চু
সুর: প্রিন্স মাহমুদ