পাপী

“নিষ্পাপ আমি” কী করে বলিস?
কী করে বলিস কোন অন্যায় আমি করি নাই,
“নিষ্পাপ আমি” চোখে চোখ রেখে বল
বুকে হাত দিয়ে বল কোন অন্যায় করি নাই ও ভাই।

ঐ একজন যার ওপরে কোন উপাস্য নাই
সেই জানে সব তাঁর ইশারায় সব চলছে।

আমায় একটা মানুষ দেখা
যে পাপ করে নাই,
আমায় একটা মানুষ দেখা
যে পাপী না।

তুই ক্ষমাহীন অপরাধ করেও
সেই পাপকে অস্বীকার করিস,
তুই ভুলে যাস, তুই আদম, মাটি দিয়ে গড়া
মন ভাঙা আর মসজিদ ভাঙা
সমান কথা জেনেও কেন
শুধু লোভের চোরাবালি স্পর্শ করা।

“এই গানটি মহামানবদেব উর্ধ্বে রেখে সাধারণ মানুষদের জন্য।”

কন্ঠ: ফারুক মাহফুজ আনাম জেমস
সুর: প্রিন্স মাহমুদ