তুমি জানলে না

তুমি জানলে না,
আমার হাসির আড়ালে,
কত যন্ত্রনা, কত বেদনা,
কত যে দুঃখ বুনা।

পাহাড়ের কান্নাকে
ঝরনা সবাই বলে।
সেই ঝরনা ধারায় পাহাড়
কষ্টের নদী বয়ে চলে।

আমাকে দেখছো তুমি,
দেখনি এ হৃদয়,
অনিশ্চয়তার আগুনে পুড়ে
হয়ে গেছে তা ক্ষয়।

এত দিন পাশে থেকেও
আহাই আহাহা
বোঝনি পাথরের
নিরবতা।

কন্ঠঃ জেমস
কথা ও সুরঃ প্রিন্স মাহমুদ