কথোপকথন ১২

শুভঙ্কর
আমাদের আগে এই পৃথিবী কি এরকমই ছিল?
আমাদের পরেও কি পৃথিবী এমন থেকে যাবে?
নন্দিনী-হারানো এই পৃথিবীতে চাঁদ উঠবে তো?
প্রত্যেক সকাল ঠিক স্তবপাঠ করবে তো সূর্যের?

আমার কেমন যেন মনে হয় আমরা যদি না
জন্মাতাম, পৃথিবীর কানাগলিগুলোয় এমন
অন্ধকার মেরামত করে দেওয়া আলোর উৎসব
বাজত না ঝমঝম করে, সমস্ত মহিমা কালো হয়ে
ঝুলে থাকত বাদুড়ের শূন্যতার নিঃশব্দ হ্যাঙারে।

নন্দিনী, সত্যি বলছি, আমার ভীষণ ইচ্ছে করে
পৃথিবী কেমন আছে আমাদের মরণের পরে
দেখবার জন্যে এই পৃথিবীর বলয়ে বলয়ে
ফিরে আসতে যদি চায় আবার এখানে থেকে যাব।

নন্দিনী
ভবিষ্যৎ কী দেবে ভাবি না কো,
বর্তমানই বিবেচ্য সর্বদা।
তাকেই সঁপে দিয়ে শাখা মূল
সে তার ফুল যেমন ইচ্ছে ফোটাক।