কথোপকথন ১৩

শুভঙ্কর
সূর্যমুখী শুনলেই আমার ভ্যানগগ মনে পড়ে।
নন্দিনী
বনলতা বললেই যে রকম জীবনানন্দকে।
শুভঙ্কর
কঙ্কাবতী আজীবন রয়ে গেল বুদ্ধদেবেরই।
নন্দিনী
রিখিয়া যেমন কেনা বিষ্ণুদের অথবা ত্রিকূট।
শুভঙ্কর
ভেনিস নামের গায়ে টমাস মানের ছাপ মারা
নন্দিনী
কিলিমাঞ্জেরো ঠিক যে রকম হেমিংওয়ের।
শুভঙ্কর
সোনাটা শুনলেই কিন্তু সকলের আগে বিঠোফেন।
নন্দিনী
বেখ্‌ট আর গ্যালিলিও যেমন অঙ্গাঙ্গী মিশে গেছে।
শুভঙ্কর
চণ্ডালিকা চিত্রাঙ্গদা রবীন্দ্রনাথের দুই মেয়ে।
নন্দিনী
বঙ্কিমের যেরকম আয়েষা ও কপালকুণ্ডলা।
শুভঙ্কর
ধরো কেউ যদি শুধু ‘ভালোবাসা’ শব্দটুকু বলে?
নন্দিনী
মনে পড়বে নন্দিনীর তুলি দিয়ে আঁকা শুভঙ্কর
শুভঙ্কর
মোটেও না, যে ভাস্কর্য গড়েছি নন্দিনী নাম দিয়ে।