কথোপকথন ১৪

শুভঙ্কর
অনেকদিন কোন জঙ্গলে যাইনি
অনেকদিন পড়ে আছি এই জঙ্গলের দগদগে ফুটপাতে
চৌকাঠে, কার্নিশে, ভাঙা থামের পাঁজর ছুঁয়ে।

অনেকদিন কোন সমুদ্রে যাইনি
অনেকদিন শুয়ে আছি এই সমুদ্র-কিনারের এক পাশে
কৃত্রিম কল্লোলের ফেনার চিৎকার শুনে না-শুনে।

অনেকদিন কোন সবুজের ভিতরে যাইনি
অনেকদিন ভেসে আছি এই সবুজের ফোঁটায় ফোঁটায়
যতটুকু সবুজ উপুড় করে দাও তোমার আঁচল থেকে।