কথোপকথন ১৬

শুভঙ্কর
কতদিন পরে এই ঘাসে।
আকাশে গম্ভীর মেঘ ভাসে
হয়তো এখুনি বৃষ্টি হবে।

হাওয়ার দুষ্টুমি দেখো চুলে,
পাতা ঝরে দীর্ঘশ্বাস তুলে,
পাখি ওড়ে ভয়ে, কলরবে।

আজ যদি আমরাও উড়ি
চিলের মতন চিলে ঘুড়ি,
আকাশ নিজের কাছে ডাকে?

আমি মেঘ, তুমি মেঘ-পরী
দুজনেই বৃষ্টি হয়ে ঝরি
খুঁজে পাব পরে কেউ কাকে?