কথোপকথন ১৭

শুভঙ্কর
বালিতে ঢেকেছে জলরেখা।
নন্দিনী
আমি কিন্তু বালি খুঁড়ছি শুধু।
শুভঙ্কর
যত খোঁড়, নদীকে পাবে না।
নন্দিনী
নৌকা ভেসে উঠবে সমুদ্রের।
শুভঙ্কর
তারপর সে কঙ্কাল নিয়ে?
নন্দিনী
ময়ূরকণ্ঠীর কাছে যাব।
শুভঙ্কর
মন পবন নাও পেয়ে গেলে?
নন্দিনী
সাত-সাগরের জলে ডুব।
তুমি আমি সাতটা সাগর।