কথোপকথন ১৫

দুই হাতুড়ির মধ্যে মানব হৃদয়
বেঁচে থাকে, কার এই আবিষ্কার জানো?
রাইনের মারিয়া রিলকে, পড়েছ নিশ্চয়।
কাল সারা রাত তাঁর সমুদ্রে ভেসেছি
ডুবেছি, তলিয়ে গেছি স্রোতের শিকলে।
ছোট নৌকা কতক্ষণ বইবে অগম
ঐ জলভার, ঐ বিদ্যুৎ-দাপট!
মৃত্যু কি শীতল, তবু সেই শীতলতা
দুঃখকে গহন করে, সোহাগে রাঙায়।
পুনর্জন্ম নিয়ে আসে রুদ্ধ রক্তদলে
জীবনবৃত্তান্ত পায় অমৃত অক্ষর।

মৃত্যু আর জাগরণ জাগরণ আর
মৃত হওয়া, এই দ্বন্দ্ব থেকে কি উদ্ধার
পাবে কেউ? যদি পায় কোন মন্ত্রবলে?
কোন বন্ধকের শর্তে? কার প্রতিদানে?
মানুষ নক্ষত্র হতে চেয়ে মৃত্যু আনে।
যখন রিলকের চিঠি, লু-কে লেখা, পড়ি
পাহাড় ধ্বসিয়ে কোন শঙ্খনাদ যেন
আকাশের ভিতরের আকাশে কাঁপিয়ে
প্রবল ডানায় নামে নিজস্ব নিখিলে।
নন্দিনী কি কোনদিন লু হবে আমার?