কথোপকথন ৩

না ডাকতেই উড়ে এসে জুড়ে বসল ঘর
হলুদ সে পাখি।
তাকে এই ছেঁড়াখোঁড়া বসতবাটির
কোনখানে রাখি?

পালকে এনেছে এঁকে খবরাখবর
আকাশের থেকে।
চতুর্দশীর চাঁদ যে রকম হাসে
দু ঠোঁটে তা মেখে

নাইলনের শাড়ি তার নাকি সার্ফে কেচে
দিয়েছে বাতাস
নক্ষত্রেরা সখী সেজে বুলিয়ে দিয়েছে
এলোচুলে ব্রাশ।

ছুঁতে গিয়ে দেখি, একি! সারা গায়ে জ্বর
মূৰ্ছাটুকু বাকি।
হলুদ এ পাখিটাকে যথাসর্বস্বের
কোনখানে রাখি?