কথোপকথন ৫

তুমি যদি অত দূরে অশোকের কিংশুকের বেড়ার ওপারে
আমার উঠোনে তবে জলচৌকী পেতে কে বসেছে?
বৃক্ষের আড়ালে থেকে ঈশ্বরের মতো এক নিরাসক্ত অগ্নিবর্ণ প্রাণ
যখনই যে গান গায়, মনে হয় এ আমারই গান।
বৃক্ষের জননী হয়, মতকোটি পুষ্পে ভরা কোল
সেই মাতৃগর্ভ থেকে দীক্ষা নিয়ে নক্ষত্রেরা মালঞ্চ সাজায়।

আমি সেই পুষ্পলোকে, নক্ষত্রের উদ্যানের কাছাকাছি ঘুরে
যখন তোমার কছে ফিরি
তোমাকে নদীর মতো স্নানযোগ্য জেনে কাছে পাই।
দেখি তুমি তারও পরে নিরবধি দূরে রয়ে যাও
অশোকের কিংশুকের বেড়ার ওপারে
সমস্ত নদীর অন্য পারে
সমস্ত স্বপ্নেরও অন্য পারে।
আমার আবাসভূমি তবে কার গন্ধে ছেয়ে হাজারদুয়ার?