কথোপকথন ২৭

তোর জন্যে এক গুচ্ছ ছড়া নিয়ে বসে আছি, রাজনৈতিক,
ভেতরে মোষের বাঁকানো শিং কিন্তু বাইরেটা সোজা-সাপটা,
যেমন চেয়েছিলি, দেওয়ালেও লেখা যাবে লাল-কালোয়,
মুখে বলতেও মুচমুচে, ফাটা মাঠে
ছড়িয়ে দিলে গাছ, কামারশালায় গনগনে ফুলকি।
প্রথম ছড়াটা এক মহানদীর বিষয়ে, নদীর পেটে
আলসার, আলসারের পুঁজ থেকে পোকামাকড়, তাদের
হিজবিজবিজ, তাদের গুঁতোগুঁতি, ছোরাছুরি, রাজা-সাজার
খেলা। পরের ছড়াটা সেই পরমাশ্চর্য রাজহংসীকে নিয়ে
ধবল ভানার আড়ালে যিনি তা দিয়ে চলেছেন নিজের
ডিমটিকে, যার কুসুমে ঘুমিয়ে আছে ভাবী ভারতরত্ন।