কথোপকথন ২৮

গানের শিকড়গুলো বড় সাংঘাতিক।
খুব আস্তে ভিতরে ঢোকে
মূর্তিহীন আবছায়ার মতো
স্নানের আগে জলের ভিতরে
দুটো সাদা পায়ের নেমে আসা যেন।
ক্রমে শরীরের
নগ্ন
নিমগ্ন
সর্বাঙ্গময় উন্মোচন।
যেন আকণ্ঠ তৃষ্ণার দিকে এগিয়ে আসছে
এক রক্তিম গোলাপের ঠোঁট,
ভীষণ পাওয়ার বিবেচনাহীন উল্লাসে
অস্তিত্ব জুড়ে নতুন জন্মের উলুধ্বনি
ভূমিকম্প
উদ্ধার
চরাচর-জোড়া মুক্তি
মুক্তির যন্ত্রণা
জ্বর
একেবারে কাঙাল হয়ে যাওয়ার সুখ-শান্তি।

কাল রাত দুটো পর্যন্ত
লং-প্লেইং-এ গান আর গান।
গানের শিকড়গুলো বড় সাংঘাতিক
অমিতাভ।