কথোপকথন ৩৪

কদিন কেবল লোরকাকে নিয়েই
৩০ বছর পরে রাত জেগে
আবার ব্লাড ওয়েডিং।
লোরকার অক্ষরের ভাঁজে ভাঁজে
ঘাতকের হাত থেকে ছিনিয়ে নেওয়া
একটা চকচকে ছুরির ফলা
আর রক্ত
যা কখনো নিজের
কখনো পৃথিবীর
কখনো সাদা মেঘের দিকে লাফিয়ে ওঠা
গোলাপি জলরাশির অভ্যন্তরে
দাঁতালো জন্তুর বলাৎকারের।
কী ঘটবে সব জানা ছিল যেন
এমন কি কীভাবে ঘটবে
সবুজ আলোর বিরুদ্ধে আক্রমণ।
লোরকা মানে সেই দুরন্ত ঘোড়া
অগ্নিরশ্মি যার কেশর
আর সময়ের কান্নার ভিতর দিয়ে
ইতিহাসের সূর্যরশ্মির দিকে
যার উল্কা বেগ।
লোরকা মানেই
মৃত্যুর গীটারে জীবনের গান।