কথোপকথন ৭

অনেক আগে তোকে একটা পাখির খবর শুনিয়েছিলুম।
তারপর অনেক দিন তুই বেপাত্তা।
আর আমিও পাখিটাকে নিয়ে হিমসিম।
দিনরাত তার একটাই বায়না
চাইলেই আমাকে হতে হবে তার উড়বার আকাশ।
জলে-জঙ্গলে, কলে-কব্জায়
চব্বিশ প্রহরে আমার ছত্রিশ রকমের কাজ।
সব ছেড়ে-ছুড়ে কখন ওর চোখের মাপের আকাশ হই বল তাে?
না হলেই সারা গায় ডানা-ঝাপটানির চাবুক।
একদিন আয় না,
এলেই দেখতে পাবি গা-ভর্তি লাল পালক, নীল পালক।