পালকি-২

এমনি করে সবাই যাবে যেতে হবে
দেহের মাপের মাটির ঘরে শুতে হবে,
কেউ যাবেনা তখন সাথে
যারাই ছিল দিনে রাতে,
চোখের আলোর ঝাঁড়বাতিটা
নিভিয়ে দেবে।

যে যার কাজে ব্যস্ত হবে দু’দিন পরে
এই পৃথিবীর শোকের আয়ু দণ্ড তরে,
কি লাভ মিছে সংঘর্ষে
সুখ দুঃখের পরিপার্শ্বে,
একদিন ঠিক পাপ-পুণ্যের
বিচার হবে।

ধনীর বাড়ির কাঙাল ভোজের আয়োজনে
মুখর হবে লোক দেখানোর প্রয়োজনে,
পিদিম আলোয় ভরবে কুঠির
আশীর্বাদে বইবে রুধির,
ক্রমান্বয়ে বুকের মাঝে
স্মৃতি হবে।

হয়তো কারো পড়বে মনে একলা একা
ঢল পহরের আলোয় যেন হঠাৎ দেখা,
পড়বে মনে চার বেহারায়
পালকি তোলে চার কলেমায়,
ধীর গতিতে নির্জনতে
এগিয়ে যাবে।

কন্ঠ: মাকসুদুল হক
সুর: ফিডব্যাক
আবৃত্তির অংশ: আহমেদ ইউসুফ সাবের এর ‘জীবন ফুরালো নাকি’ কবিতা থেকে নেয়া।