আজি এনেছে তাঁহারি আশীর্বাদ প্রভাতকিরণে।
পবিত্র করপরশ পেয়ে ধরণী লুটিছে তাঁহারি চরণে।।
আনন্দে তরুলতা নোয়াইছে মাথা, কুসুম ফুটাইছে শত বরনে।।
আশা উল্লাসে চরাচর হাসে-
কী ভয়, কী ভয় দুঃখ-তাপ-মরণে।।
আজি এনেছে তাঁহারি আশীর্বাদ প্রভাতকিরণে।
পবিত্র করপরশ পেয়ে ধরণী লুটিছে তাঁহারি চরণে।।
আনন্দে তরুলতা নোয়াইছে মাথা, কুসুম ফুটাইছে শত বরনে।।
আশা উল্লাসে চরাচর হাসে-
কী ভয়, কী ভয় দুঃখ-তাপ-মরণে।।