আজি কমলমুকুলদল খুলিল, দুলিল রে দুলিল

আজি কমলমুকুলদল খুলিল, দুলিল রে দুলিল-
মানসসরসে রসপুলকে পলকে পলকে ঢেউ তুলিল।।
গগন মগন হল গন্ধে, সমীরণ মূর্ছে আনন্দে,
গুন্‌গুন্ গুঞ্জনছন্দে মধুকর ঘিরি ঘিরি বন্দে-
নিখিলভুবনমন ভুলিল।
মন ভুলিল রে মন ভুলিল।।