আমাদের পাকবে না চুল গো- মোদের পাকবে না চুল।
আমাদের ঝরবে না ফুল গো- মোদের ঝরবে না ফুল।।
আমরা ঠেকব না তো কোনো শেষে, ফুরোয় না পথ কোনো দেশে রে,
আমাদের ঘুচবে না ভুল গো- মোদের ঘুচবে না ভুল।।
আমরা নয়ন মূদে করব না ধ্যান করব না ধ্যান।
নিজের মনের কোণে খুঁজব না জ্ঞান খুঁজব না জ্ঞান।
আমরা ভেসে চলি স্রোতে স্রোতে সাগর-পানে শিখর হতে রে,
আমাদের মিলবে না কূল গো- মোদের মিলবে না কূল।।