আমার বনে বনে ধরল মুকুল

আমার বনে বনে ধরল মুকুল,
বহে মনে মনে দক্ষিণহাওয়া।
মৌমাছিদের ডানায় ডানায়
যেন উড়ে মোর উৎসুক চাওয়া।।
গোপন স্বপনকুসুমে কে এমন সুগভীর রঙ দিল এঁকে-
নব কিশলয়শিহরনে ভাবনা আমার হল ছাওয়া।।
ফাল্গুনপূর্ণিমাতে
এই দিশাহারা রাতে
নিদ্রাবিহীন গানে কোন্ নিরুদ্দেশের পানে
উদ্‌বেল গন্ধের জোয়ারতরঙ্গে হবে মোর তরণী বাওয়া।।