আমায় বাঁধবে যদি কাজের ডোরে

আমায় বাঁধবে যদি কাজের ডোরে
কেন পাগল কর এমন ক’রে।
বাতাস আনে কেন জানি
কোন্ গগনের গোপন বাণী,
পরানখানি দেয় যে ভরে।
পাগল করে এমন ক’রে।।

সোনার আলো কেমনে হে
রক্তে নাচে সকল দেহে।
কারে পাঠাও ক্ষণে ক্ষণে
আমার খোলা বাতায়নে,
সকল হৃদয় লয় যে হ’রে।
পাগল করে এমন ক’রে।।

২৪ চৈত্র [১৩২০]