আমরা বসব তোমার সনে

আমরা বসব তোমার সনে-
তোমার শরিক হব রাজার রাজা,
তোমার আধেক সিংহাসনে।।
তোমার দ্বারী মোদের করেছে শির নত-
তারা জানে না যে মোদের গরব কত।
তাই বাহির হতে তোমায় ডাকি,
তুমি ডেকে লও গো আপন জনে।।