আপনি অবশ হলি, তবে

আপনি অবশ হলি, তবে বল দিবি তুই কারে?
উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ভেঙে পড়িস না রে।।

করিস নে লাজ, করিস নে ভয়, আপনাকে তুই করে নে জয়-
সবাই তখন সাড়া দেবে ডাক দিবি তুই যারে।।

বাহির যদি হলি পথে ফিরিস নে আর কোনোমতে,
থেকে থেকে পিছন-পানে চাস নে বারে বারে।
নেই যে রে ভয় ত্রিভুবনে ভয় শুধু তোর নিজের মনে-
অভয়চরণ শরণ ক’রে বাহির হয়ে যা রে।।