বাজে গুরুগুরু শঙ্কার ডঙ্কা, ঝঞ্ঝা ঘনায় দূরে ভীষণ নীরবে। কত রব সুখস্বপ্নের ঘোরে আপনা ভুলে- সহসা জাগিতে হবে।। রবীন্দ্রনাথ ঠাকুর গীতবিতান গান, রবীন্দ্র সংগীত সম্পাদক: রাশেদুল ইসলাম রিপোর্ট করুন প্রিন্ট করুন