বাজে রে বাজে ডমরু বাজে হৃদয়মাঝে, হৃদয়মাঝে।
নাচে রে নাচে চরণ নাচে প্রাণের কাছে, প্রাণের কাছে।
প্রহর জাগে, প্রহরী জাগে- তারায় তারায় কাঁপন লাগে।
মরমে মরমে বেদনা ফুটে- বাঁধন টুটে, বাঁধন টুটে।।
বাজে রে বাজে ডমরু বাজে হৃদয়মাঝে, হৃদয়মাঝে।
নাচে রে নাচে চরণ নাচে প্রাণের কাছে, প্রাণের কাছে।
প্রহর জাগে, প্রহরী জাগে- তারায় তারায় কাঁপন লাগে।
মরমে মরমে বেদনা ফুটে- বাঁধন টুটে, বাঁধন টুটে।।