বাজে রে বাজে ডমরু বাজে হৃদয়মাঝে, হৃদয়মাঝে।
নাচে রে নাচে চরণ নাচে প্রাণের কাছে, প্রাণের কাছে।
প্রহর জাগে, প্রহরী জাগে- তারায় তারায় কাঁপন লাগে।
মরমে মরমে বেদনা ফুটে- বাঁধন টুটে, বাঁধন টুটে।।
কবি হেলাল হাফিজের অকাল প্রয়াণে আমরা শোকাহত।
বাজে রে বাজে ডমরু বাজে হৃদয়মাঝে, হৃদয়মাঝে।
নাচে রে নাচে চরণ নাচে প্রাণের কাছে, প্রাণের কাছে।
প্রহর জাগে, প্রহরী জাগে- তারায় তারায় কাঁপন লাগে।
মরমে মরমে বেদনা ফুটে- বাঁধন টুটে, বাঁধন টুটে।।