বাজো রে বাঁশরি, বাজো

বাজো রে বাঁশরি, বাজো।।
সুন্দরী, চন্দনমাল্যে মঙ্গলসন্ধ্যায় সাজো।।
বুঝি মধুফাল্গুনমাসে চঞ্চল পান্থ সে আসে-
মধুকরপদভরকম্পিত চম্পক অঙ্গনে ফোটে নি কি আজও।।
রক্তিম অংশুক মাথে, কিংশুককঙ্কণ হাতে,
মঞ্জীরঝঙ্কৃত পায়ে সৌরভমন্থর বায়ে
বন্দনসঙ্গীতগুঞ্জনমুখরিত নন্দনকুঞ্জে বিরাজো।।