বিরহবৎসর-পরে, মিলনের বীণা

বিরহবৎসর-পরে, মিলনের বীণা
তেমন উন্মাদ – মন্দ্রে কেন বাজিলি না?
কেন তোর সপ্তস্বর সপ্তস্বর্গ-পানে
ছুটিয়া গেল না ঊর্ধ্বে উদ্দাম পরানে
বসন্তে মানসযাত্রী বলাকার মতো?
কেন তোর সর্ব তন্ত্র সবলে প্রহত
মিলিতঝংকারভরে কাঁপিয়া কাঁদিয়া
আনন্দের আর্তরবে চিত্ত উন্মাদিয়া
উঠিল না বাজি? হতাশ্বাস মৃদুস্বরে
গুঞ্জরিয়া গুঞ্জরিয়া লাজে শঙ্কাভরে
কেন মৌন হল? তবে কি আমারি প্রিয়া
সে পরশনিপুণতা গিয়াছে ভুলিয়া!
তবে কি আমারি বীণা ধূলিচ্ছন্ন-তার
সেদিনের মতো করে বাজে নাকো আর!

শিলাইদহ
২১ আষাঢ় ১৩০৩