বলেছিল ‘ধরা দেব না’, শুনেছিল সেই বড়াই

বলেছিল ‘ধরা দেব না’, শুনেছিল সেই বড়াই।
বীরপুরুষের সয় নি গুমোর, বাধিয়ে দিয়েছে লড়াই।
তার পরে শেষে কী যে হল কার,
কোন্ দশা হল জয়পতাকার।।-
কেউ বলে জিৎ, কেউ বলে হার, আমরা গুজব ছড়াই।।