বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক

বসন্তে-বসন্তে তোমার কবিরে দাও ডাক-
যায় যদি সে যাক।।
রইল তাহার বাণী বইল ভরা সুরে, রইবে না সে দূরে-
হৃদয় তাহার কুঞ্জে তোমার রইবে না নির্বাক।।
ছন্দ তাহার রইবে বেঁচে
কিশলয়ের নবীন নাচে নেচে নেচে।।
তারে তোমার বীণা যায় না যেন ভুলে,
তোমার ফুলে ফুলে
মধুকরের গুঞ্জরনে বেদনা তার থাক্।।