চলেছে ছুটিয়া পলাতকা হিয়া, বেগে বহে শিরাধমনী।
হায় হায় হায়, পরিবারে তায় পিছে পিছে ধায় রমণী।।
বায়ুবেগভরে উড়ে অঞ্চল, লটপট বেণী দুলে চঞ্চল-
একি রে রঙ্গ! আকুল-অঙ্গ ছুটে কুরঙ্গগমনী।।
কবি হেলাল হাফিজের অকাল প্রয়াণে আমরা শোকাহত।
চলেছে ছুটিয়া পলাতকা হিয়া, বেগে বহে শিরাধমনী।
হায় হায় হায়, পরিবারে তায় পিছে পিছে ধায় রমণী।।
বায়ুবেগভরে উড়ে অঞ্চল, লটপট বেণী দুলে চঞ্চল-
একি রে রঙ্গ! আকুল-অঙ্গ ছুটে কুরঙ্গগমনী।।