চলেছে ছুটিয়া পলাতকা হিয়া, বেগে বহে শিরাধমনী।
হায় হায় হায়, পরিবারে তায় পিছে পিছে ধায় রমণী।।
বায়ুবেগভরে উড়ে অঞ্চল, লটপট বেণী দুলে চঞ্চল-
একি রে রঙ্গ! আকুল-অঙ্গ ছুটে কুরঙ্গগমনী।।
চলেছে ছুটিয়া পলাতকা হিয়া, বেগে বহে শিরাধমনী।
হায় হায় হায়, পরিবারে তায় পিছে পিছে ধায় রমণী।।
বায়ুবেগভরে উড়ে অঞ্চল, লটপট বেণী দুলে চঞ্চল-
একি রে রঙ্গ! আকুল-অঙ্গ ছুটে কুরঙ্গগমনী।।