চলিয়াছি গৃহ-পানে

চলিয়াছি গৃহপানে, খেলাধুলা অবসান।
ডেকে লও, ডেকে লও, বড়ো শ্রান্ত মন প্রাণ।।
ধুলায় মলিন বাস, আঁধারে পেয়েছি ত্রাস-
মিটাতে প্রাণের তৃষা বিষাদ করেছি পান।।
খেলিতে সংসারের খেলা কাতরে কেঁদেছি হায়,
হারায়ে আশার ধন অশ্রুবারি ব’হে যায়।
ধুলাঘর গড়ি যত ভেঙে ভেঙে পড়ে তত-
চলেছি নিরাশ-মনে, সান্ত্বনা করো গো দান।।