চরণরেখা তব যে পথে দিলে লেখি

চরণরেখা তব যে পথে দিলে লেখি
চিহ্ন আজি তারি আপনি ঘুচালে কি।।
ছিল তো শেফালিকা তোমারি-লিপি-লিখা,
তারে যে তৃণতলে আজিকে লীন দেখি।।
কাশের শিখা যত কাঁপিছে থরথবি,
মলিন মালতী যে পড়িছে ঝরি ঝরি।
তোমার যে আলোকে অমৃত দিত চোখে
স্মরণ তারো কি গো মরণে যাবে ঠেকি।।

এই গানের সাথে ৫১৯ পৃষ্ঠার গানের সাদৃশ্য রয়েছে তবে মাঝের লাইনগুলোতে শব্দের ভিন্নতা রয়েছে।