ধীরে ধীরে প্রাণে আমার এসো হে,
মধুর হাসিয়ে ভালোবেসো হে।।
হৃদয়কাননে ফুল ফুটাও। আধো নয়নে, সখী, চাও চাও-
পরান কাঁদিয়ে দিয়ে হাসিখানি হেসো হে।।
কবি হেলাল হাফিজের অকাল প্রয়াণে আমরা শোকাহত।
ধীরে ধীরে প্রাণে আমার এসো হে,
মধুর হাসিয়ে ভালোবেসো হে।।
হৃদয়কাননে ফুল ফুটাও। আধো নয়নে, সখী, চাও চাও-
পরান কাঁদিয়ে দিয়ে হাসিখানি হেসো হে।।