এত ফুল কে ফোটালে কাননে!
লতাপাতায় এত হাসি -তরঙ্গ মরি কে ওঠালে।।
সজনীর বিয়ে হবে ফুলেরা শুনেছে সবে-
সে কথা কে রটালে।।
কবি হেলাল হাফিজের অকাল প্রয়াণে আমরা শোকাহত।
এত ফুল কে ফোটালে কাননে!
লতাপাতায় এত হাসি -তরঙ্গ মরি কে ওঠালে।।
সজনীর বিয়ে হবে ফুলেরা শুনেছে সবে-
সে কথা কে রটালে।।