ফিরে ফিরে আমায় মিছে ডাকো স্বামী

ফিরে ফিরে আমায় মিছে ডাকো স্বামী-
সময় হল বিদায় নেব আমি।।
অপমানে যার সাজায় চিতা
সে যে বাহির হয়ে এল অগ্নিজিতা।
রাজাসনের কঠিন অসম্মানে
ধরা দিবে না সে যে মুক্তিকামী।।
আমায় মাটি নেবে আঁচল পেতে
বিশ্বজনের চোখের আড়ালেতে,
তুমি থাকো সোনার সীতার অনুগামী।।