হে মন, তাঁরে দেখো আঁখি খুলিয়ে যিনি আছেন সদা অন্তরে।। সবারে ছাড়ি প্রভু করো তাঁরে, দেহ মন ধন যৌবন রাখো তাঁর অধীনে।। রবীন্দ্রনাথ ঠাকুর গীতবিতান গান, রবীন্দ্র সংগীত সম্পাদক: রাশেদুল ইসলাম রিপোর্ট করুন প্রিন্ট করুন