ইচ্ছে!- ইচ্ছে!
সেই তো ভাঙছে, সেই তো গড়ছে,
সেই তো দিচ্ছে নিচ্ছে।।
সেই তো আঘাত করছে তালায়, সেই তো বাঁধন ছিড়ে পালায়-
বাঁধন পরতে সেই তো আবার ফিরছে।।
ইচ্ছে!- ইচ্ছে!
সেই তো ভাঙছে, সেই তো গড়ছে,
সেই তো দিচ্ছে নিচ্ছে।।
সেই তো আঘাত করছে তালায়, সেই তো বাঁধন ছিড়ে পালায়-
বাঁধন পরতে সেই তো আবার ফিরছে।।