জাগ’ আলসশয়নবিলগ্ন

জাগ’ আলসশয়নবিলগ্ন।
জাগ’ তামসগহননিমগ্ন
ধৌত করুক করুণাবৃষ্টি সুপ্তিজড়িত যত আবিল দৃষ্টি,
জাগ’ দুঃখভারনত উদ্যমভগ্ন।।
জ্যোতিসম্পদ ভরি দিক চিত্ত ধনপ্রলোভননাশন বিত্ত,
জাগ’ পুণ্যবান পর’ লজ্জিত নগ্ন।।