যাই যাই, ছেড়ে দাও- স্রোতের মুখে ভেসে যাই।
যা হবার তা হবে আমার, ভেসেছি তো ভেসে যাই।।
ছিল যত সহিবার সহেছি তো অনিবার-
এখন কিসের আশা আর। ভেসেছি তো ভেসে যাই।
যাই যাই, ছেড়ে দাও- স্রোতের মুখে ভেসে যাই।
যা হবার তা হবে আমার, ভেসেছি তো ভেসে যাই।।
ছিল যত সহিবার সহেছি তো অনিবার-
এখন কিসের আশা আর। ভেসেছি তো ভেসে যাই।