যাওয়া-আসারই এই কি খেলা
খেলিলে, হে হৃদিরাজা, সারা বেলা।।
ডুবে যায় হাসি আঁখিজলে-
বহু যতনে যারে সাজালে
তারে হেলা।।
কবি হেলাল হাফিজের অকাল প্রয়াণে আমরা শোকাহত।
যাওয়া-আসারই এই কি খেলা
খেলিলে, হে হৃদিরাজা, সারা বেলা।।
ডুবে যায় হাসি আঁখিজলে-
বহু যতনে যারে সাজালে
তারে হেলা।।