খেলার সাথি, বিদায়দ্বার খোলো-
এবার বিদায় দাও।
গেল যে খেলার বেলা।।
ডাকিল পথিকে দিকে বিদিকে,
ভাঙিল রে সুখমেলা।।
কবি হেলাল হাফিজের অকাল প্রয়াণে আমরা শোকাহত।
খেলার সাথি, বিদায়দ্বার খোলো-
এবার বিদায় দাও।
গেল যে খেলার বেলা।।
ডাকিল পথিকে দিকে বিদিকে,
ভাঙিল রে সুখমেলা।।