কী ধ্বনি বাজে গহনচেতনামাঝে! কী আনন্দে উচ্ছ্বসিল মম তনুবীণা গহনচেতনামাঝে। মনপ্রাণহরা সুধা-ঝরা পরশে ভাবনা উদাসীনা।। রবীন্দ্রনাথ ঠাকুর গীতবিতান গান, রবীন্দ্র সংগীত সম্পাদক: রাশেদুল ইসলাম রিপোর্ট করুন প্রিন্ট করুন