কী দিব তোমায়। নয়নেতে অশ্রুধার, শোকে হিয়া জরজর হে।। দিয়ে যাব হে, তোমারি পদতলে আকুল এ হৃদয়ের ভার।। রবীন্দ্রনাথ ঠাকুর গীতবিতান গান, রবীন্দ্র সংগীত সম্পাদক: রাশেদুল ইসলাম রিপোর্ট করুন প্রিন্ট করুন