কী দিব তোমায়। নয়নেতে অশ্রুধার,
শোকে হিয়া জরজর হে।।
দিয়ে যাব হে, তোমারি পদতলে
আকুল এ হৃদয়ের ভার।।
কবি হেলাল হাফিজের অকাল প্রয়াণে আমরা শোকাহত।
কী দিব তোমায়। নয়নেতে অশ্রুধার,
শোকে হিয়া জরজর হে।।
দিয়ে যাব হে, তোমারি পদতলে
আকুল এ হৃদয়ের ভার।।