মা আমার, কেন তোরে ম্লান নেহারি-
আঁখি ছলছল, আহা।
ফুলবনে, সখী-সনে খেলিতে খেলিতে হাসি হাসি দে রে করতারি।।
আয় রে বাছা, আয় রে কাছে আয়।
দু দিন রহিবি, দিন ফুরায়ে যায়-
কেমনে বিদায় দেব’ হাসিমুখ না হেরি।।
মা আমার, কেন তোরে ম্লান নেহারি-
আঁখি ছলছল, আহা।
ফুলবনে, সখী-সনে খেলিতে খেলিতে হাসি হাসি দে রে করতারি।।
আয় রে বাছা, আয় রে কাছে আয়।
দু দিন রহিবি, দিন ফুরায়ে যায়-
কেমনে বিদায় দেব’ হাসিমুখ না হেরি।।