মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন-দিনের স্রোতে।
এসে হেসেই বলে, ‘যা ই যা ই যাই।’
পাতার ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,
‘না না না।’
নাচে তা ই তা ই তাই।।
আকাশের তারা বলে তারে, ‘তুমি এসো গগন-পারে,
তোমায় চা ই চা ই চাই।’
পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,
‘না না না।’
নাচে তা ই তা ই তাই।।
বাতাস দখিন হতে আসে, ফেরে তার পাশে পাশে,
বলে, ‘আ য় আ য় আয়।’
বলে, ‘নীল অতলের কূলে সুদূর অস্তাচলের মূলে
বেলা যা য় যা য় যায়।
বলে, ‘পূর্ণশশীর রাতি ক্রমে হবে মলিন-ভাতি,
সময় না ই না ই নাই।’
পাতারা ফিরে দলে দলে তারে কানে কানে বলে,
‘না না না।’
নাচে তা ই তা ই তাই।।