মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে

মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে
আমি মানব কী লাগি একাকী ভ্রমি বিস্ময়ে।
তুমি আছ বিশ্বেশ্বর সুরপতি অসীম রহস্যে
নীরবে একাকী তব আলয়ে।
আমি চাহি তোমা-পানে-
তুমি মোরে নিয়ত হেরিছ, নিমেষবিহীন নত নয়নে।।

এই গানের সাথে ১৪০ পৃষ্ঠার গানের সাদৃশ্য থাকলেও বাক্য বিন্যাসে ভিন্নতা রয়েছে।।