নাই ভয়, নাই ভয়, নাই রে।
থাক্ পড়ে থাক্ ভয় বাইরে।।
জাগো, মৃত্যুঞ্জয়, চিত্তে থৈ থৈ নর্তননৃত্যে
ওরে মন, বন্ধনছিন্ন
দাও তালি তাই তাই তাই রে।।
নাই ভয়, নাই ভয়, নাই রে।
থাক্ পড়ে থাক্ ভয় বাইরে।।
জাগো, মৃত্যুঞ্জয়, চিত্তে থৈ থৈ নর্তননৃত্যে
ওরে মন, বন্ধনছিন্ন
দাও তালি তাই তাই তাই রে।।