নিবেদন

অজানা খণির নূতন মণির
গেঁথেছি হার,
ক্লান্তিবিহীনা নবীনা বীণায়
বেঁধেছি তার।
যেমন নূতন বনের দুকূল,
যেমন নূতন আমের মুকুল,
মাঘের অরুণে খোলে স্বর্গের
নূতন দ্বার-
তেমনি আমার নবীন রাগের
নব যৌবনে নব সোহাগের
রাগিণী রচিয়া উঠিল নাচিয়া
বীণার তার।।

যে-বাণী আমার কখনো করেও
হয়নি বলা
তাই দিয়ে গানে রচিব নূতন
নৃত্যকলা।
আজি অকারণ মুখর বাতাসে
যুগান্তরের সুর ভেসে আসে,
মর্ম্মরস্বরে বনের ঘুচিল
মনের ভার,-
যেমনি ভাঙিল বাণীর বন্ধ,
উচ্ছ্বসি’ উঠে নূতন ছন্দ,
সুরের সাহসে আপনি চকিত
বীণার তার।।

২৭ শ্রাবণ, ১৩৩৫