নন্দিনী

প্রথম সৃষ্টির ছন্দখানি
অঙ্গে তা’র নক্ষত্রের নৃত্য দিল আনি’।
বর্ষাঅন্তে ইন্দ্রধনু
মর্ত্ত্যে নিল তনু।
দিগ্বধূর মায়াবী অঙ্গুলি
চঞ্চল চিন্তায় তার বুলায়েছে বর্ণ-আঁকা তুলি।
সরল তাহার হাসি, সুকুমার মুঠি
যেন শুভ্র কমল-কলিকা;
আঁখি দুটি
যেন কালো আলোকের সচকিত শিখা।
অবসাদবন্ধ ভাঙা মুক্তির সে ছবি,
সে আনিয়া দেয় চিত্তে
কলনৃত্যে
দুস্তর-প্রস্তর-ঠেলা ফেনোচ্ছল আনন্দ-জাহ্নবী।
বীণার তন্ত্রের মতো গতি তা’র সঙ্গীত-স্পন্দিনী,-
-নাম কি নন্দিনী?